অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র সিলেটের বিশ্বনাথে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে অপরাজিতা’র প্রিপ ট্রাস্টের উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম এর সভাপতিত্বে ও প্রিপ ট্রাস্ট’র জেলা ক্লাস্টার ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর এম এ রাজ্জাক এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যা রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প সিলেট ক্লাস্টার প্রোগামের কো-অর্ডিনেটর মো. ইখতেহার হোসেন মৃধা, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আরডিআরএস’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল মুন্না, সংবাদকর্মী ফারুক আহমদ, উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর বেলাল আহমদ লস্কর।
এসময় উপস্হিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য দিলারা বেগম, সোহাদা বেগম, শামিনা বেগম, ফুলমালা বেগম, শাহানারা বেগম, পারভীন বেগম, অপরাজিতা সদস্য বেগম স্বপ্না শাহিন, আংগুরা বেগম, হালিমা বেগম, স্বপ্না বেগম, আনোয়ারা বেগম, নেহার বেগম, নাজমা বেগম, নুরুন নাহার ইয়াছমিন, হাছিনা বেগম, আছমা বেগম, মমতা বেগম, অন্জনা রাণী পাল।