“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: এক সুত্রে গাথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার ২৮ ডিসেম্বর দুপুরে উপজেলা বিআরবিডি নতুন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের আহবায়ক সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ।