ফারুক আহমদঃ সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের প্রথম আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে শর্তপূরণ সাপেক্ষে আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদে প্রত্যাশিদের আবেদনপত্র আহবান করা হয়েছে। সম্প্রতি পৌর কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সাত সদস্যের কমিটির সভায় গ্রহিত সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদে পদ প্রত্যাশিদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়।
শর্তগুলো হল- (১) যুদ্ধাপরাধের সাথে অভিযুক্ত, সাজাপ্রাপ্ত ও তাদের সন্তানরা আবেদন করতে পারবেন না,
(২) ২০১০ সালের পর যারা যোগদান করেছে তারা (অনুপ্রবেশকারী) আবেদন করতে পারবেন না,
(৩) আবেদনকারীর অতিথ রাজনৈতিক পরিচিতি আবেদনে উল্লেখ করতে হবে এবং
(৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে।
উপরোক্ত শর্তপূরণকারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির ‘আহবায়ক ও যুগ্ম আহবায়ক’ পদের পদ প্রত্যাশিরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুল ইসলামের কাছে নিজেদের আবেদন জমা দিতে হবে।
সাত সদস্যের কমিটির সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি সমছু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম।