সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক নির্বাচিত হওয়ায় ‘রমা কান্ত দে’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ২৫ ডিসেম্বর রাতে বিশ্বনাথ প্রেস ক্লাবের কার্যালয়ে রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথের সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী নূরুল হক মেম্বারের সভাপতিত্বে ও ৯৫ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎতের নব-নির্বাচিত পরিচালক রমা কান্ত দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন কয়েস, পরতাব আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান রাসেল, দিলদার হোসেন সেলিম, মোস্তাক আহমদ, হাসান হাফিজ টিপু, মোস্তাক আহমদ, হাফিজুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, দৈনিক ভোরের ডাক বিশ্বনাথ প্রতিনিধি আহমদ আলী হিরণ।