সিলেটের বিশ্বনাথ ও সদরে সুরমা নদীর উপর এমএ খান সেতুর (লামাকাজী সুরমা সেতু) টুল আদায় সংক্রান্ত জটিলতা নিরসনে বিশ্বনাথ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৮ অক্টোবর বিকালে উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে প্রশাসনের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ’র মধ্যস্ততায় টুল আদায়ের বিষয়ে স্হায়ী সমাধানের জন্য এক মাস সময় চেয়ে ইজারাদার ও পরিবহণ শ্রমিক নেতাদের বিশৃংখলা সৃষ্টি না করার জন্য নির্দেশ প্রদান করেন তারা।
সভায় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, দন্ত কর্মকর্তা রমা প্রসাদ, এসআই মো. রুমেল আহমদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আবু সাইদ, জনস্বস্হ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সন্জিত চন্দ্র সরকার, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, থানা পুলিশ, টোল আদায়ে ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।