ফারুক আহমদ,বিশ্বনাথ থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ৭নং ওয়ার্ডের বন্ধুয়া এলজিডি রাস্তার মুখ হতে বন্ধুয়া পুরাতন মসজিদের সামন হয়ে গ্রামের ভিতর পর্যন্ত ৩০০ শত ফুট রাস্তার সিসি করণ কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার ১৪ জুন দুপুরে স্হানীয় ইউনিয়নের বন্ধুয়া গ্রামে এ রাস্তার শুচনা করা হয়।
প্রধান অতিথি ও কাজের পৃষ্টপোষক হিসাবে উপস্হিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন।
এসময় উপস্তিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব বিণ্ষুপদা চৌধুরী, প্রবীন মুরব্বি আখলিছ আলী সরকার, ইসবর আলী, আলা উদ্দিন, মইন উদ্দিন, মন্তাজ আলী, আব্দুর রব সরকার, মাওলানা সাদিক সিরাজী, আবুল খয়ের রিয়াজ, নজরুল ইসলাম, জামাল আহমদ, নাজিম উদ্দিন, নাজমুল ইসলাম, নোমান আহমদ, গুলজার আহমদ প্রমুখ।