ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের বিশ্বনাথ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের শাখায় গ্রাহকদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকল্প কর্মকর্তা নজম উদ্দিন আহমদ।
অত্র ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মুহাম্মদ কবীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আব্দুল্লাহ-আল-আমিন এবং সিনিয়র অফিসার ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ বোরহান উদ্দিন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ দুলাল হোসেন বৃক্ষরোপণের গুরুত্ব ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে নানাবিধ নিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে বাচাইকৃত সফল গ্রাহকদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, কাঠ, ঔষধি গাছের চারা বিতরণ ও অভিবাদনপত্র প্রদান করা হয়।