আগামী ৩১ শে জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে ৮নং ওয়ার্ডের সদস্য পদে ‘তালা’ প্রতিক পেয়েছেন মো. আব্দুল রব।
শুক্রবার ১৪ জানুয়ারী প্রতিক বরাদ্দের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটাণিং কর্মকর্তা গোলাম সারওয়ার কাছ থেকে তিনি ওই ‘তালা’ প্রতিক আনেন।
এসময় সাথে ছিলেন রাজাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী ছালামত আলী, মো. মদরিছ আলী, খালিক মিয়া চৌধুরী, খসরু আহমদ চৌধুরী, মো. আকরম আলী, মনুফর আলী, মো. সরব আলী, আকলুছ আলী, আফতাব আলী, আহাদ নুর, আশান নুর।
বিশাল মটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে প্রতিক আনতে এসময় আরো উপস্হিত ছিলেন মো. কওছার আহমদ, সুন্দর আলী, হাফিজ মোক্তার আলী, মো. আলী আকবর লিকন, মো. সুন্দর আলী, মো. নুরুল হক, মো. ফয়ছল আহমদ, মো. খালেদ আহমদ, মোহাম্মদ আলী, পাবলু আহমদ চৌধুরী, আরজ আলী, মুনসুর আহমদ, আব্দুল জলিল, রাহেদ আহমদ, রাশেদ আহমদ চৌধুরী, শিবলু আহমদ চৌধুরী, আলীরাজ, মাছুম আহমদ, রুমন আহমদ, সমশর আলী, ইকবাল আহমদ, মাহমদ আলী, তারেক আহমদ চৌধুরী, মুদহান চৌধুরী, হেলাল আহমদ, সাজন আহমদ, সাকিল আহমদ, আলী হোসেন, আব্দুল মাদু, ইকবাল হোসেন, ছাবুল আহমদ, সুজন, মুজিব, আল আমিন।