আসন্ন ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারী ২০২২ ইং তারিখ। ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই প্রার্থীরা মাঠে নেমেছেন প্রচারণার কাজে।
অনেকেই ঘাম ঝরাচ্ছেন ঘরোয়া বৈঠকে। ভোটারদের সমর্থন আদায়ে নানান প্রতিশ্রুতি ও দিচ্ছেন তারা । পুরাতন প্রার্থীর সাথে যোগ হচ্ছেন তরুণ ও নতুন প্রার্থী।তরুণরা সমাজসেবায় এগিয়ে আসাটা নিয়ে বিজ্ঞমহল বলছেন, এটা আমাদের কাছে আর্শীবাদ স্বরূপ মনে হচ্ছে। তারা অবহেলিত সমাজের হাল ধরবে, উদ্যামী চেতনায় দেশ জাতীকে নিয়ে এগিয়ে যাবে।
এমনও বলছেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার’।বোদ্ধামহলের সেই প্রত্যাশা পূরণের স্বপ্ন লালন করে সমাজ সেবার প্রত্যয় নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আব্দুল মোমিন।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।
তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
এ বিষয়ে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আব্দুল মোমিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। আমাকে যদি আপনাদের (৬নংওয়ার্ডের) সেবা করার সুযোগ দেন তাহলে আমি নির্বাচিত হয়ে ৬ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ।
এজন্য আপনাদের (ওয়ার্ডবাসীর) দোয়া ও সমর্থন ও সবার ভালোবাসা কামনা করি এবং সকলের সুস্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করি মাওলার দরবারে ইলাহি শানে।