সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন ট্রেডার্সের সত্তাধিকারী হাজী গোলাম মৌলার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ২৫ আগস্ট সকাল ১১ টায় লামাকাজী পয়েন্ট সংলগ্ন ট্রাক ওয়েট স্কেল মাঠে ওই জানাজার নামাজ অনুষ্টিত হয়। নামাজের ইমামতি করেন ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা।
মো. আক্তার আলীর পরিচালনায় জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্তভাবে মরহুমের স্মৃতিচারণ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, রোটারিয়ান আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ড মো. শাহনুর হোসাইন, কাজী বাড়ী ছাহেবজাদা মাওলানা আব্দুল হাদি, মরহুমের ভায়রা আব্দুল করিম, ছোট ভাই গোলাম কবির ও ছেলে মামুন আহমদ।
উল্লেখ্য: গতকাল ২৪ আগস্ট বিকাল ৪ ঘটিকায় লামাকাজী ইউনিয়নের দোকানী পাড়া গ্রামে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।