ফারুক আহমদঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত ‘শহীদ মিনার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ২১ জুন বিকেলে ২০২০-২১ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত ‘শহীদ মিনার’ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহিন আহমদ তালুকদার, এলাকার মুরব্বি আব্দুন নুর, বাহাড়া দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান আহমদ, সহ-সভাপতি সুয়েব আহমদ, প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সংগঠক সুলতান আহমদ, ছাদ মিয়া, হাফিজুর রহমান ও রুমেল মিয়াসহ প্রমুখ।