সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ জানুয়ারী ৬ষ্ট ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী হবে।
এ লক্ষে আজ ৩য় দিন নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিনে বিশ্বনাথ উপজেলা ( বিএনপি) সেচ্চাসেবক দলের সিনিয়র নেতা ও খাজাঞ্চী ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের সভাপতি ( ২০১২ -২২ শে এপ্রিল হরতালে গ্রেফতারকৃত মজলুম ইলিয়াস সৈনিক ) আশিকুর রহমান রানা চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিকাল ৪ ঘটিকায় উপজেলা ইলেকশন অফিসে রিটার্নিং আধিকারিক গোলাম সারোয়ারের কাছে জমা দেন।
এ সময় তিনি এ প্রতিবেদক কে জানান, জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনকে চাঙ্গা ও জাতীয় স্বার্থ, জননেত্রী তাহসিনা রুশদী লোনা ম্যাডামের হাতকে শক্তিশালী করণ সহ তৃনমূল কর্মী সমর্থকদের উৎসাহে প্রার্থী হয়েছি। এবং আশাবাদী খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথের সব ইউনিয়নের বিএনপি অনুসারী ও ইলিয়াস আলীর সৈনিকরা বিজয়ী হবেন।
চেয়ারম্যান প্রার্থী হিসাবে আশিকুর রহমান রানা নমিনেশন জমাদানের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি সোনাই মিয়া,জাহির আহমদ,ইসমাইল আলী,লিয়াকত আলী,নুর আলম, জায়েদ আহমদ, ফয়ছল আহমদ, নুরুজ্জামান, ফারুক আহমদ,দিলেয়ার আহমদ,জমসেদ আলী, রফিক আলী,জালাল আহমদ,জমছেদ আহমদ,বাবুল আহমদ, কবির আহমদ প্রমুখ