সুলতানুল সিলেট হযরত শাহ জালাল রহঃ ও হযরত শাহপরান রহঃ এর মাজার জিয়ারত করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
আজ শনিবার ২ রা অক্টোবর বাদ এশা প্রথমে হযরত শাহজালাল রহঃ এবং পরে ধারাবাহিক ভাবে হযরত শাহপরান রহঃ, হয়রত বুরহান উদ্দিন রহঃ, হযরত মানিক পীর রহঃ, হযরত মধু শহীদ রহঃ ও হযরত শাশনী পীর রহঃ এর মাজার জিয়ারত করেন উপজেলা চেয়ারম্যান।
মাজার জিয়ারতে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা যুবলীগ নেতা জমির আলী, যুবলীগ নেতা জিলু মিয়া।