ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে গিয়ে জাতীয় বাজেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (৪ জুন) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ আয়োজিত’ ৫০ বছরের জাতীয় বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় দলটির নেতারা এ দাবি করেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দলের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেও জাতীয় বাজেট সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেনি। এই বাজেট স্বাধীনতার ঘোষণা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে যেয়ে ব্যবসায়ী ও বিত্তবানদেরকে বাড়তি সুবিধা দিয়েছে।’
তিনি বলেন, ‘মহামারির এই পরিস্থিতিতেও গণস্বাস্থ্য সুরক্ষাসহ স্বাস্থ্যখাত গুরুত্ব পায়নি। খাদ্য সংকটে থাকা ৬/৭ কোটি মানুষের জন্য স্বস্তির কিছু নেই।’
সোনার বাংলা পার্টির সভাপতি আবদুর নূর বলেন, ‘বাজেটে সাধারণ মানুষের পাশাপাশি প্রকৃত শিল্প উদ্যোক্তারা তেমন কিছু পায়নি।’
ইফতেখার আহমেদ বাবু বলেন, ‘বাজেটে শিক্ষা-সংস্কৃতি কখনই কাঙ্ক্ষিত গুরুত্ব পায়নি।’
বহ্নিশিখা জামালী বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতেই জাতীয় বাজেট তৈরি করা হচ্ছে। এই ধরনের বাজেটের পরিবর্তে জনআকাঙ্ক্ষার বাজেট তৈরি করতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শ্রমিক নেতা এড. রুহুল আমিন, সংহতি চলচ্চিত্র সংসদের সভাপতি আজিজ টিপু, এ্যাপোলো জামালী প্রমুখ।