মোঃমিজানুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পশ্চিম আংগারিয়া গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (৩৫) নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
২৬ জুলাই সোমবার আনুমানিক বিকাল৭.৩০মিনিটের সময় ইলিয়াস হাওলাদার (৩৫) নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায় ঈদের আগে ঈদ উপলক্ষে বাড়িতে আসেন। মৃত ইলিয়াস হাওলাদার ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।