বাংলাদেশ রিজেনারেশন ট্রাষ্ট ইউ,কে (BRTUK) এর আর্থিক সহায়তায় ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (GUSS) এর ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার ২২ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে ২৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ও বৃত্তি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া।
উইমেন্স কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়ারিদ উল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার-ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার নির্বাহী নজরুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ প্রমুখ।