বালাগঞ্জ সরকারী কলেজ প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুস্টান সম্পন্ন হয়েছে।
রোববার (৭ মার্চ) ১২টায় বালাগঞ্জ সরকারি কলেজের হল রুমে কলেজ প্রশাসনের উদ্দ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুস্টানটি অহি আলম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী,শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আসলাম আলী,জলিল আহমদ, সঞ্জিব ধর, প্রনয় পাল।
ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, ছাত্রনেতা জাহাদ আহমদ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।