বিগত কয়েকদিনের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বন্যা দূর্গত এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
২২ জুন বুধবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বোয়ালজূড় ও বালাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং রাজাপুর প্রথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীসহ প্রায় ২ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা আমীর ডাঃ মোহাম্মদ আবদুল জলিল,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা নেতা মাস্টার আব্দুন নুর,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী শাহ সানাওর আলী,বালাগঞ্জ ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারী সাংবাদিক মোঃ আমির আলী, বোয়ালজুড় ইউনিয়ন জামায়াত নেতা রিদোয়ানুর রহমান,জামায়াত নেতা সামাদুর রহমান, জামায়াত নেতা শাহাব উদ্দিন জামায়াত নেতা নুরুল ইসলাম, জামায়াত নেতা উজ্জ্বল আহমদ শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।