সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের ১০০টি অসহায় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের কলেজ বাজার ১০০টি অসহায় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.মুজিবুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের অহংকার। যে কোন দূর্যোগময় সময়ে তারা দেশের জনগণের পাশে থেকেছেন। প্রবাসীদের মহৎ উদ্যোগে গড়ে উঠা ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের অঙ্গসংগঠন “সিলেট মিডিয়া কর্পোরেশন” সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের মহৎ উদ্যোগে চারটি ধাপে চলতি শীত মৌসুমে ১০০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি অনন্য দৃষ্টান্ত। তাই সকল প্রবাসী ও বিত্তবানরা সমাজের অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি।
রাজনীতিবিদ ও সমাজ সেবক খলিলুর রহমান নানু’র সভাপতিত্বে ও সমাজ সেবক দুলাল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজ সেবক মির্জা আব্দুল বাছিত, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার চেরাগ আলী, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, হোসেন আহমদ, নানু মিয়া, আব্দুস সহিদ,এমুন চৌধুরী, আব্দুস সোবহান, বদরুল ইসলাম, শামীম আহমদ, মজল মিয়া, আমির আলী প্রমুখ।