গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডেইজুসের উদ্যোগে,শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালনায় ত্রৈমাসিক স্পোকেন ইংলিশ, কম্পিউটার, টেইলারিং, ভুমি জরিপ ও ইলেকট্রিক প্রশিক্ষণ কোর্সের বিদায়ী সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুরে মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা হল রুমে বিদায়ী সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃজুয়েল রানার সঞ্চালনায়, মির্জা হোসেন চিনুর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সামস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম,মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুমিত, ডেইজুসের উপদেষ্টা মির্জা আব্দুল হক জালালাবাদী, ডেইজুসের উপদেষ্টা মাওলানা কূহিনুর উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোঃ আমির আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল একাডেমিকে সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং টেইলারিং প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ শতাধিক প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।