বালাগঞ্জের উপজেলার জামালপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে এলাকার যুক্তরাজ্য প্রবাসী আনছার মিয়া, ফরহান নুর চৌধুরী ও তারেক আহমেদ বুলবুলকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (১৩ই আগস্ট) সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক তাজিদুর রহমান মুন্নার বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জামালপুর ক্রীড়া সংস্থার সভাপতি শামসুল হক লেচুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা জনাব শিরমান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এহসান রশিদ রাজু, তুরন মিয়া, আবু জুবায়ের শিপু, সংস্থার সহ-সভাপতি রেজাউল করিম জুলকান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসীরা বাংলাদেশের জন্য এক নেয়ামত। যেকোন প্রয়োজনে তারা নিজ জন্মভূমির প্রতি নিজেদের উজাড় করে দেন। তাদের সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালানো সহজ হয়ে যায়। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন অতীতের মতো আগামীতেও জামালপুর ক্রীড়া সংস্থার সকল কার্যক্রমে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।