ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা নুরুল ইসলাম সুমন ও ফয়জুল ইসলামের পিতা সমাজসেবক মো: সোনাহর আলী (৭২) আর নেই। শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে বাধ্যক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুত্যুকালে তাঁর স্ত্রী,৩ছেলে, ১মেয়ে, নাতী,নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন।
শনিবার সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব আতাসন গ্রামে নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মরহুমের জানাজার পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুস সাত্তার, মরহুমের চাচাত ভাই মাও. নুনু মিয়া। উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান,স্থানীয় ইউপি সদস্য সাইফুল্লাহ খালেদ,সাবেক সদস্য হারুন মিয়া,প‚র্ব গৌরীপুর ইউপি জামায়াতের সভাপতি এলাইছ মিয়া, তাজপুর ইউপি জামায়াতের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় দাখিল মাদরাসার সুপার মাও.মোস্তফা আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উল্লেখ্য মরহুম মোঃ সোনাহর আলী স্থানীয় মসজিদের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন।