মোঃ আমির আলীঃ সারা দেশে চলছে সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউন।
আজ শুক্রবার ২রা জুলাই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বালাগঞ্জের বিভিন্ন পয়েন্টে রিকশা-ভ্যানসহ কিছু প্রাইভেট গাড়ি চলতে দেখা যায়। বৃষ্টিভেজা দিনে মানুষ চলাচল ছিল একেবারেই সীমিত।
ফার্মেসী, কাঁচাবাজার, মাছ বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকান ছাড়া উপজেলার ছোটবড় সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে শুধু মাত্র রিকশা ছাড়া উপজেলার অভ্যন্তরে দুই একটি সিএনজি অটোরিক্সা ও কিছু প্রাইভেট গাড়ী চলতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, এস,আই জাহিদের নেতৃত্বে বালাগঞ্জ থানা পুলিশের একটি টিম, বালাগঞ্জ বাজারের প্রবেশদ্বারে অবস্থান নিয়ে অননুমোদিত গাড়ী আটকিয়ে ফিরিয়ে দিতে দেখা যায় । তবে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
দেখা যায় যে উপজেলার বালাগঞ্জ বাজার, বোয়ালজুড় বাজার, মোড়ার বাজার, ইলাশপুর বাজার, কালি বাড়ি বাজার এলাকায় মানুষ ও যানবাহনের সংখ্য ছিল খুবই কম ।
উল্লেখ্য: দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।