আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালাগঞ্জ উপজেলার আয়োজনে বালাগঞ্জে ০১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ ই জুন রবিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া , প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ।
বালাগঞ্জ উপজেলার ৩০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী হাতে কলমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।