সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুদিষ্টিপুর “ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা’র উদ্যোগে ১৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও ক্বিরাত সম্মেলন আগামী ২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার ) সকাল ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পেশ করবেন বিশ্ব বিখ্যাত ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, ঢাকা। তিলাওয়াত পেশ করবেন ক্বারী তোফায়েল আহমদ, ভারত।
তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা হাফিজুর রহমান ‘অধ্যক্ষ, ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা’, হয়রত মাওলানা মোঃ গোলাম আজম ‘ গভেষক, কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা, হযরত মাওলানা যোবায়ের আহমদ ‘শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি সংগীত শিল্পী, গীতিকার ও সুর সম্রাট
মশিউর রহমান, ঢাকা।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন। আয়োজকবৃন্দ অনুষ্টানকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।