বাংলাদেশ প্রেসক্লাব বাংলাদেশ সরকারের রেজি নং ৯৮৭৩৬/১২ এর সিলেট জেলা অাহবায়ক কমিটি
গঠনের লক্ষে প্রস্তুুতি সভা অনুষ্টিত হয়েছে।
আজ ১/১০/২০২১ শুক্রবার সিলেটস্থ অস্থায়ী কার্যালয়ে প্রস্তুুতি সভা অনুষ্টিিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা অাহবায়ক পদপ্রার্থী ফখরুল ইসলাম শান্ত (অাগামীর সিলেট টিভি,অামার সিলেট টিভি অনলাইন), প্রথম সিনিয়র যুগ্ম অাহবায়ক পদপ্রার্থী এমডি.আবু সুফিয়ান ( দৈনিক শুদ্ধ বার্তা, বিশ্বনাথের ডাক), সিনিয়র যুগ্ম অাহবায়ক পদপ্রার্থী শাহিন উদ্দিন ( সাপ্তাহিক আমাদের সিলেট, সোনার সিলেট ডট কম), যুগ্ম আহবায়ক পদপ্রার্থী আমির অালী( আলোকিত সিলেট, ভয়েস অব সাউথ সিলেট টিভি), সদস্য সচিব পদপ্রার্থী হাফিজ আহমদ (সাপ্তাহিক ইউনানী কন্ঠ, দৈনিক দিন প্রতিদিন), সাংগঠনিক সচিব পদপ্রার্থী কবি এস.পি.সেবু ( দৈনিক আমাদের কথা, দৈনিক খবর, দৈনিক স্বপ্নবাংলা ও অার্দাস টিভি), অর্থ সচিব পদপ্রার্থী সেলিম খান( দৈনিক বাংলাদেশ নিউজ, বাংলাদেশ নিউজ টিভি), কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ডা.আক্তার হোসেন, অাফজাল হোসেন সোহেল,আবু সুফিয়ান নাঈম,এইচ.এম.ফারুক অাহমদ, আশরাফ হোসেন,গিয়াস উদ্দীন, কবির অাহমদ প্রমুখ।