বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে গাল দেয় না জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন– ক্ষমতার ধারাবাহিকতা বজায় থাকায় বাংলাদেশ হতদরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার জামালপুরে মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, মাথাপিছু আয় ছিল মাত্র ৫০০ ডলার। বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ডলারের বেশি হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অনেক ক্ষেত্রেই উন্নয়নে অবদান রাখছে।বতিনি আরও বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, জামালপুরের মতো সারা দেশেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি প্রমুখ।