বালাগঞ্জ ও রাজনগরের সাথে যোগাযোগের জন্য দুইপাড়ের মানুষের বহুল প্রত্যাশিত কুশিয়ারা নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শন করলেন সিলেট-৩ আসনের এম.পি হাবিবুর রহমান হাবিব ও মৌলভীবাজার-৩ আসনের এম.পি নেছার আহমদ।
আজ ০৪ ডিসেম্বর দুপুরে বালাগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সেতুর জন্য স্থান টি পরিদর্শন করেন সাংসদদ্বয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন,বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব পৈলনপুরের ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।