সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন যথাক্রমে ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ, ২নং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ, ৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ ৪ নং পশ্চিম গৌরী পুর ইউনিয়ন পরিষদ ৫ নং বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ ৬ নং পূর্ব গৌরী পুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের ইউনিয়ন অংশে বেতন ভাতা দীর্ঘ ২৫ মাসের বকেয়া, এবং ৩২ মাসের থানা হাজিরার বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
২০ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রাংগনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বালাগঞ্জ উপজেলার গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গ্রাম পুলিশেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া মূলক স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধন শেষে গ্রাম পুলিশের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজিনা আক্তারের সাথে সাক্ষাৎ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বাস প্রদান করেন এবং তাদের প্রত্যেকের বকেয়া ভাতার পরিমানের হিসাব দেওয়ার নির্দেশ প্রদান করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গ্রাম পুলিশের বালাগঞ্জ উপজেলা সভাপতি রশন্ড দাস, সাধারণ সম্পাদক, আঃ মালেক, বশির মিয়া, কছিম আলী, আসমত আলী, গণেশ বৈদ্য,গৌরাঙ্গ দাস,উপানন্দ বিশ্বাস, শিপন মিয়া, গৌরাঙ্গ বিশ্বাস, মঈন উদ্দিন, বিশ্বাস রায়, মন্টু বিশ্বাস, অখিল, ভৈরব বিশ্বাস, নিতেন্দ্র দাস, রুপ উদ্দিন, আইয়ুব আলী, আজিদ উল্লা, হিমাংশু নমশুদ্র, মহেশ, ফাতেহা বেগম, কৃষ্ণা রানী মল্লিক,খয়রুন বেগম, আনিতা সরকার,সুফিয়া বেগম, রেলি বেগম, ছায়া বেগম, সুশান্তি নম বিশ্বাস, রাবিয়া বেগম, নার্গিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।