জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় বকশীগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আবুল কালাম আজাদ মেডিসিন ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল মাঠে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফরের সঞ্চালনায় এবং অত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক ছালেহ শফিক গেন্দা, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, উপজেলা তাঁতী লীগের আহŸায়ক রাকি বিল্লাহ রাকিব প্রমুখ।
স্মরণ সভায় আবুল কালাম আজাদ মেডিসিন এর জীবনী, রাজনীতিতে ভূমিকা,সমাজ উন্নয়নে অবদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন এবং তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।