মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলেটর মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদের উদ্দোগে বড়লেখা উপজেলার সীমান্তের শেষরেখা বোবারতল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও বোবারতল কওমি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে পবিত্র কোরআন ও ফ্যান বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে পরিষদের অর্থ সম্পাদক মোঃ শাহাব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃতৈয়ব সাফাত আলীর সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন। ইউনিয়নের ৬নং মেম্বার মোঃ তাজ উদ্দিন, মুড়াউল সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন,আন্তর্জাতিক আব্দুস শহীদ,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, পাবলিকেশন সোসাইটি ভাইস চেয়ারম্যান জাকারিয়া আহমদ প্রবাসী কল্যাণ পরিষদ সদস্য শেখরুল ইসলাম,বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শুভ প্রমূখ।
পরে বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন বোবারতল কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম।