সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা’র প্রবাসীদের জনপ্রিয় সংগঠন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে আর্ত মানবতার কল্যাণে দেশের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশপ্রেমিক প্রবাসীদের নিয়ে ২০১৭ সালে গঠিত হয় “উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ”
ধারাবাহিকতায় বঝায় রেখে শততম মানবিক পোগ্রাম বাস্তবায়ন করতে আয়োজিত হচ্ছে আগামী কাল শনিবার “বিনামূল্যে হাটবাজার ”
দিনব্যাপী প্রতিটি স্টল/ দোকান থেকে সম্পুর্ন বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসতে পারবেন একজন অসহায় দিনমজুর।
সাট ডাউন আর লক ডাউনে কর্মহীন অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে মধ্য ফেঞ্চুগঞ্জ উপজেলা’র ৫টি ইউনিয়ন এর হাজারো পরিবারের পরিবারে মাঝে পবিত্র ঈদ উল আযহার খাদ্যে সামগ্রী বিতরণ করা হবে।
উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশন এর যৌথ উদ্যোগে শততম পোগ্রাম বিনামূল্যে হাটবাজার অনুষ্ঠিত হচ্ছে,
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর অঙ্গসংগঠন হচ্ছে সিলেট মিডিয়া কর্পোরেশন এর কর্মপরিধি এখন পুরো সিলেট জুড়ে ২০২১ ইং এর শুরু তে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমান সভাপতি এবং প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম আলী হোসেন জানান , আমরা প্রবাসে থাকলে ও দেশের জন্য কিছু করা ইচ্ছে বা প্রায়স সবসময় থাকে,সেই অনুভূতি থেকে ধারাবাহিক ভাবে আমরা সাংগঠনিকভাবে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি, আমাদের শততম পোগ্রাম বিনামূল্যে হাটবাজার উপলক্ষে নতুন একটি সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ হচ্ছে” স্বেচ্ছায় রক্তদান সিলেট মিডিয়া ” ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমরা কাজ করে যাবো সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামীন যেনো আরও বেশি করে কাজ করার তাওফিক দান করেন, আমীন,
সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার সংগঠন এর শততম পোগ্রাম অনুষ্ঠিত হবে।