সিলেটের ফেঞ্চুগঞ্জে ‘উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে উত্তর কুশিয়ারা ইউনিয়নের নিম্নবিত্ত ২০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
হাঁস মুরগ, ছাগল পালনে উদ্বুদ্ধ করার লক্ষে প্রতি পরিবারকে নগদ ৫হাজার টাকা আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহন করেছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশন।
সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় ও মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা’র সম্পাদক এস.এম মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ বার্তা’র নির্বাহী সম্পাদক মো. বদরুল আমীন, সহ-বার্তা সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ফটো সাংবাদিক মো. বাবুল হোসেন, সমাজকর্মী রাজা মিয়া, ইব্রাহীম আলী প্রমুখ।