“ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ” এর অংগ সংগঠন ” সিলেট মিডিয়া কর্পোরেশনের ” উদ্দ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ৪ টি বিপদগ্রস্ত পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
আজ ১০ আগস্ট মানবতাবাদী সংগঠন “ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ” ও “সিলেট মিডিয়া কর্পোরেশন” এর পক্ষ থেকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের চাঁনপুর গ্রামের একজন অসুস্হ প্রবাসীকে ১০ হাজার, দনারাম গ্রামের এক অসুস্থ মহিলাকে ২০ হাজার টাকা ও চাঁনপুর মান্দার খাল গ্রামের অসুস্থ আব্দুল লতিফকে ১০ হাজার সহ মোট ৪০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হলো।
আর্থিক সহযোগিতা প্রদান কালে উপস্হিত ছিলেন সংগঠনের বাংলাদেশ সমন্বয় সিরাজুল ইসলাম শাজুল, নজরুল ইসলাম,রাজা মিয়া, ইব্রাহীম প্রমুখ।
“সিলেট মিডিয়া কর্পোরেশনের “ব্যবস্থাপনা পরিচালক এম,আলী হোসেন বলেন, আমরা সব সময় মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের পাশে সব সময় ছিলাম এবং আগামীতে মানব সেবায় নিয়োজিত থাকবো, ইনশাআল্লাহ।
আলোকিতসিলেট/এ আলী