সিলেটের ফেঞ্চুগঞ্জে মানবতাবাদী সংগঠন ‘উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উদ্দ্যোগে করোনা মহামারী পরিস্থিতি কে সামনে রেখে অক্সিজেন সেবা প্রদান করার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতি নিয়েছে।
২২/০৭/২১ ইং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উদ্দ্যোগে করোনা মহামারী পরিস্থিতি কে সামনে রেখে অক্সিজেন সেবা প্রদান করার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে।
সংগঠনের সভাপতি ফজলুর রহমান বলেন, সিলেট মিডিয়া কর্পোরেশন ও স্বেচ্ছায় রক্তদান সিলেট মিডিয়া সংগঠনে খুব শীঘ্রই আরো অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক এম,আলী হুসেন বলেন,ফ্রি অক্সিজেন সেবা নিয়ে আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো।
উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সিলেটের বিভিন্ন স্থানে মানুষের মৌলিক চাহিদা পূরনের লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ, গৃহ নির্মান , চিকিৎসা সহায়তা, কন্যাদ্বায় গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা প্রদান সহ অনেক ধরনের সহযোগিতা করে যাচ্ছে।