সিলেটের ফেঞ্চুগঞ্জে সিলেট-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলামের ব্যাক্তিগত ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার পিঠাইটিকর পূর্ব শাহী ঈদগাহে মাঠে ও কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সাড়ে সাতশো হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্যার এনাম উল ইসলাম বলেন, সমাজসেবা ইসলামের একটি অঙ্গ। রাজনীতিতে যখন ইলেকশন আসে তখন কিছু কিছু নেতা জন্মায়। যারা আপনাদের সম্মুখে এসে ভোটের জন্য ধাপ্পাবাজি করে। আমি আপনাদের সাথে ধাপ্পাবাজি করতে চাই না। আমি আপনাদের পাশে আছি এবং পাশে সব সময় থাকবো।
পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, সহকারী সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, সহকারী শিক্ষক মো. শাহজাহান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি হাকীম মো. লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান আতা, হাজী আব্দুল মছব্বির সিটির সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শামীম ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সালাউদ্দিন, মইজ উদ্দিন প্রমুখ।
আলোকিত সিলেট/৪এপ্রিল/এমবিএইচ