ফেঞ্চুগঞ্জে লকডাউনে মাস্ক ব্যবহারে উদাসীন জনসাধারণ। বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। পথচারীদের ও ক্রেতাদের মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে থানা পুলিশের সদস্যদের নিয়ে জনসচেতনতার জন্য প্রচারণা করেন তিনি। হ্যান্ডমাইক হাতে নিয়ে ওসি পথচারীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমানে দেশে করোনার পরিস্থিতি ভয়াবহ। করোনার ছুবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করার লক্ষ্যে সরকার লকডাউন ঘোষণা করেছে। লকডাউনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আপনারা যারা কিনতে এসেছেন দয়া করে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন।’
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত খালেদ হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল প্রমুখ।