স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯জানুয়ারি) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা পরিষদের আত্নপ্রকাশ উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ৪শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মাহবুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,২ নং মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী,বালাগঞ্জ উপজেলা বি.এন.পির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা
আব্দুল গাফফার লিল মিয়া,ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন খান, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম মামুনুর রশীদ,,সমাজসেবী মো.ফখরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন,মো.মাতাব উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রুকনুজ্জামান চৌধুরী, সিলেট মিডিয়া কর্পোরেশনের বাংলাদেশ সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, প্রেসক্লাবের সদস্য মো: দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন,সায়েমুল আরেফিন ফুয়াদ,বাবুল হোসেন, ফাহাদ আহমেদ, শাহজাহান, ইকবাল আহমেদ লিমন,সংবাদকর্মী ছামি হায়দার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফিজ আব্দুল মুমিন।