করোনা সংক্রমণরোধে সারাদেশ জুড়ে চলছে লকডাউন। সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব বাজার,থানারোড ও পশ্চিম বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই আতিক উজ জামান জুনেলসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা ।