সিলেটের ফেঞ্চুগঞ্জে ভুয়া দাতের ডাক্তারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদরের পশ্চিম বাজারের এ্যাপলো ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুঁয়া ডাক্তার এস.এম.ইউ লাভলুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ডেন্টিস্ট লাভলুর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও তার নামের সঙ্গে যুক্ত ডিডিটি ও এমডিডি উপাধির সনদপত্র দেখতে চাইলে লাভলু তা দেখাতে ব্যর্থ হন। দীর্ঘদিন ধরে লাভলু নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ বলেন, লাভলুর সনদপত্র সহ কোন নিয়মের ভিত্তিতে সে রোগীর দাঁতে অস্ত্রোপাচার করে এমন উপাধি দেখতে চাইলে সে দেখাতে পারেনি। সেজন্য তাকে জরিমানা করা হয়েছে এবং তার ডেন্টাল কেয়ার বন্ধ করে দেওয়া হয়েছে।