সিলেটের ফেঞ্চুগঞ্জে ইলাশপুর দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৪ এপ্রিল) রাত ৩টায় সিলেট-মৌলভীবাজার সড়কের ইলাশপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে ২জন পুরুষ ও ৩জন মহিলা গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৩টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ইলাশপুর নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করেন।
তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।