ফেঞ্চুগঞ্জের বাদেদেউলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রাইজমানি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ফাইনাল খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার এনাম ইসলাম ফাউন্ডেশন ও ইসলামিক রিসার্স সেন্টারের ফাইন্যান্স ডিরেক্টর কামরুজ্জামান রাজু।
অনুষ্ঠানে আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও ফারহান সাদিক ফারদিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন, খেলা পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলাম লুকু, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা রুহুল আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাহিদুল ইসলাম, সৌরভ আহমদ, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরান হোসেন,মাহবুবুল হাসান পায়েল,মুজিবুল হোসেন হৃদয়,পিনু,সাঈদ হাসান,ফারহান সাদিক ফারদিন,নীলয় দেব অমিত,জাহিদুল ইসলাম এমরান,সৌরভ আহমদ,সাফিউর রহমান সাফি প্রমুখ।
স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন উনার বক্তব্যে বলেন, স্যার এনাম ইসলাম ফেঞ্চুগঞ্জের বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সেখানে যুবকরা কাজের সুযোগ পাবেন। শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে ও নিরক্ষর মুক্ত ফেঞ্চুগঞ্জ করতে স্কুল-কলেজ তৈরি করছেন। এছাড়াও গৃহহীন মানুষদের ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে স্যার এনাম ইসলাম ফাউন্ডেশন।