ফেঞ্চুগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে সিলেট মিডিয়া কর্পোরেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) ফেঞ্চুগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মিডিয়া কর্পোরেশনের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী, ফিজা এন্ড কোং ফেঞ্চুগঞ্জ শাখার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল গফফার লিল মিয়া, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সিলেট মিডিয়া কর্পোরেশন এর বাংলাদেশের সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক এস এম মামুনুর রশীদ, নির্বাহী সম্পাদক মোঃ বদরুল আমীন, সহ- বার্তা সম্পাদক শহীদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক সায়েমুল আরেফিন ফুয়াদ, ফটো সাংবাদিক মোঃ বাবুল হোসেন, সাংবাদিক মোঃ আমীর আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, রুমেল আলী, সাংবাদিক আসিফ ইকবাল ইরন, সামি হায়দার সহ অন্যান্য
নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সিলেট মিডিয়া কর্পোরেশন এর প্রশংসা করে বলেন, উত্তর কুশিয়ারা অন্তর্জাতিক অনলাইন গ্রুপের মিডিয়া উইং সিলেট মিডিয়া কর্পোরেশন যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা বজায় থাকলে অল্প দিনেই সিলেট জুড়ে সুনাম অর্জন করতে পারবে। বক্তারা সিলেট মিডিয়া কর্পোরেশনের সফলতা কামনা করেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সমাজকর্মী মো. রুকুনুজ্জামান চৌধুরী।