সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজী মিনার মিয়া’র বিশেষ উদ্যোগে মরহুম হাজী আলম রাজা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের সঙ্কটময় পরিস্থিতি ও রমজান মাস উপলক্ষে ফেঞ্চুগঞ্জের দিনমজুর অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দনারাম গ্রামে মরহুম হাজী আলম রাজা পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ৬শতাধিক কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল গফফার লিল মিয়ার সভাপতিত্বে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাইজগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, মাইজগাও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, বালাগঞ্জ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক, এস.এম. মামুনুর রশীদ, মো. বাবুল হোসেন, ইকবাল আহমদ লিমন, রাসেল আহমদ জামান প্রমুখ।