সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর (কোনাপাড়া) গ্রামের অসহায় শেফালী বেগমকে একটি পাকা টিনসেড ঘর উপহার দিচ্ছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের অঙ্গসংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশন।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সিলেট মিডিয়া কর্পোরেশনের বাংলাদেশ সমন্বয়কারীগণের মাধ্যমে শেফালী বেগমের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক সায়েমুল আরেফিন ফুয়াদ, সাংবাদিক আসিফ ইকবাল ইরন, উত্তর কুশিয়ারা ইউপি সদস্য জামাল উদ্দীন, সমাজ সেবক সিরাজুল ইসলাম সাজুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।