এবারও সেরা করদাতা সম্মাননা পেয়েছেন ফেঞ্চুগঞ্জের ফয়সল
টানা তৃতীয় বারের মতো সিলেট কর অঞ্চলে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন ফয়সল।
ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ডিএম ফয়ছল মেসার্স ফয়ছল এন্ড কোম্পানির স্বত্বাধিকারী।
সিলেট জেলা কর অঞ্চলে ২০১৯-২০২০ করবর্ষে আবারো সর্বোচ্চ করদাতা হিসাবে ডিএম ফয়ছল সম্মাননা গ্রহণ করেন।
টানা তৃতীয়বার সেরা করদাতার সম্মান অর্জন করায় ডিএম ফয়ছলকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীবৃন্দ।