ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ” ও এর অংগ সংগঠন ” সিলেট মিডিয়া কর্পোরেশনের ” উদ্দ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫ নং ঘিলাছড়া ইউনিয়নের দুটি পরিবারকে টিন সেটের ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ ১৬ আগস্ট রোজ সোমবার বিকালে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ” ও এর অংগ সংগঠন ” সিলেট মিডিয়া কর্পোরেশন ” এর পক্ষ থেকে আলোকিত সিলেট কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও “সিলেট মিডিয়া কর্পোরেশনের ” সভাপতি ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক এম,আলী হোসেন বলেন, আগামী ২৫ আগস্ট ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫ নং ঘিলাছড়া ইউনিয়নের দুটি পরিবারকে টিন সেটের ঘর নির্মাণ করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের ছাবি তুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে দুটি ঘর নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই অঞ্চলের মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। বিভিন্ন সময় ত্রান সামগ্রী বিতরণ, ঘর নির্মাণ , কন্যাদ্বায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা, রোগীর চিকিৎসা সহায়তায়, স্বাবলম্বী করে তুলার জন্য হাস মুরগী,সেলাই মেশিন বিতরণ সহ আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
আলোকিতসিলেট/এ আলী