সিলেটের ফেঞ্চুগঞ্জে চান্দপুর ষষ্ঠ সিপিএল ক্রিকেট টুনামেন্টে ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) ফেঞ্চুগঞ্জের চান্দপুর ৬ষ্ঠ সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সভাপতি ও সিলেট মিডিয়া করপোরেশনের পরিচালক ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মো. ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার অনেক গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমে একে অন্যের সাথে ভাতৃত্ববোধ সৃষ্টি হয়। খেলাধুলা অসামাজিক কাজ থেকে বিরত রাখে।
তিনি আরও বলেন, আগামী বছর আরো বড় আয়োজনে খেলাধুলার ব্যবস্থা গ্রহণ করার জন্য। এতে তিনি সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন লন্ডন প্রবাসী হাজী নানু মিয়াসহ এলাকার গন্যমান্য ও ক্রিড়াপ্রেমি ব্যক্তিবর্গ।