ফেঞ্চুগঞ্জ উপজেলা’র উত্তর কুশিয়ারা ইউপির কটালপুর বাজার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২৫ শে সেপ্টেম্বর ২০২১ইং ফেঞ্চুগঞ্জ ব্লাড সেন্টারের আয়োজনে, সেভ ফেঞ্চুগঞ্জের পরিচালনায় ও কটালপুর প্রবাসী অনলাইন গ্রুপের অর্থায়নে সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন।
সিলেট বিভাগের সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম ‘সেভ সিলেট’-এর ২৬৩টি প্রজেক্টের মধ্যে ব্লাড রিলেটেড প্রজেক্ট হলো সিলেট ব্লাড সেন্টার। সিলেট বিভাগের প্রতিটি মানুষকে রক্তজনিত সমস্যা সমাধানে সিলেট বিভাগের ৪০টি উপজেলায়ই কাজ করে যাচ্ছেন সেভ সিলেট ভলান্টিয়াররা। তারই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় ‘সেভ ফেঞ্চুগঞ্জ’ ও ‘ফেঞ্চুগঞ্জ ব্লাড সেন্টার’ কাজ করে যাচ্ছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় প্রোগ্রাম সুন্দরভাবে সফল করার জন্য সেভ ফেঞ্চুগঞ্জ ভলান্টিয়াররা ‘কটালপুর প্রবাসী অনলাইন গ্রুপ’ এর সদস্যবৃন্দ ও কটালপুর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।