উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উপহার করোনা ভাইরাস (কোবিড-১৯) টিকার ১ম ডোজের কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ টায় পৌর শহরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে টিকার কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডঃ মোঃ আব্দুর রহমান মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, দৌলত পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রমুখ।